Refund policy

Live Class Refund 

  • যদি কোন শিক্ষার্থী কোর্সে এডমিশন নেওয়ার পর, কোনো কারণে কোর্স করতে না পারে সেক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দুই দিন আগে Shikhbo Skills টিমকে জানাতে হবে। 
  • যদি ক্লাস শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কোন ফেরত নীতি প্রযোজ্য হবে না। 

Record Course Refund

  • অসন্তুষ্ট হলে, অবশ্যই কোর্স কেনার ৩ দিনের মধ্যে আপনাকে Shikhbo Skills টিমকে জানাতে হবে। 
  • যদি অংশগ্রহণকারী ১০% এর বেশি সামগ্রী অ্যাক্সেস করে থাকে বা ডাউনলোড করে থাকে তবে ফেরত নীতি প্রযোজ্য হবে না।
  • কোর্সটি কেনার 3 দিনের বেশি কোনো রিফান্ডের অনুরোধ গ্রহণ করা হবে না এবং কোনো ফেরত প্রদান করা হবে না।

যোগাযোগ

  • ফেরত বা বাতিলের অনুরোধ করতে, এডমিশন অথবা কোর্স কেনার প্রমাণ সহ আমাদের জানাবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। 

Mail: support@shikhboskills.com

Phone: 01864429252

কখন আমরা ফেরত প্রদান করি:

  • আপনি যদি ফেরত পাওয়ার অধিকারী হন ৭-১০ দিন এর মধ্যে শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।