যদি কোন শিক্ষার্থী কোর্সে এডমিশন নেওয়ার পর, কোনো কারণে কোর্স করতে না পারে সেক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দুই দিন আগে Shikhbo Skills টিমকে জানাতে হবে।
যদি ক্লাস শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কোন ফেরত নীতি প্রযোজ্য হবে না।
Record Course Refund
অসন্তুষ্ট হলে, অবশ্যই কোর্স কেনার ৩ দিনের মধ্যে আপনাকে Shikhbo Skills টিমকে জানাতে হবে।
যদি অংশগ্রহণকারী ১০% এর বেশি সামগ্রী অ্যাক্সেস করে থাকে বা ডাউনলোড করে থাকে তবে ফেরত নীতি প্রযোজ্য হবে না।
কোর্সটি কেনার 3 দিনের বেশি কোনো রিফান্ডের অনুরোধ গ্রহণ করা হবে না এবং কোনো ফেরত প্রদান করা হবে না।
যোগাযোগ
ফেরত বা বাতিলের অনুরোধ করতে, এডমিশন অথবা কোর্স কেনার প্রমাণ সহ আমাদের জানাবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব।
Mail: support@shikhboskills.com
Phone: 01864429252
কখন আমরা ফেরত প্রদান করি:
আপনি যদি ফেরত পাওয়ার অধিকারী হন ৭-১০ দিন এর মধ্যে শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।